নাইট শিল্ড সম্পূর্ণ স্ক্রিন

এ কথা শুনে বৃদ্ধা বড়ই কষ্ট পেলেন...

সময়কাল: 2 মিনিট
অনুগ্রহ করে 0 সেকেন্ড অপেক্ষা করুন...
নিচে স্ক্রোল করুন এবং লিঙ্কে যান ক্লিক করুন
অভিনন্দন! লিঙ্ক তৈরি করা হয়েছে



➤এ কথা শুনে বৃদ্ধা বড়ই কষ্ট পেলেন...


➤নারীরা যখন জান্নাতে প্রবেশ করবেন, আল্লাহ তাঁদের যৌবন ফিরিয়ে দিবেন। হাদীছে এসেছে, আয়েশা (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, একদা এক আনছারী বৃদ্ধা নারী নবী করীম (‎ﷺ)-এর নিকট এলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল (‎ﷺ)! আল্লাহর নিকট দো‘আ করেন তিনি যেন আমাকে জান্নাতে প্রবেশ করান। নবী করীম (‎ﷺ) বললেন, ‘জান্নাতে, তো কোন বৃদ্ধা মানুষ প্রবেশ করবে না। এ কথা শুনে বৃদ্ধা বড়ই কষ্ট পেলেন। তখন নবী করীম (‎ﷺ) বললেন, ‘আল্লাহ যখন তাদের (বৃদ্ধাদের) জান্নাতে প্রবেশ করাবেন, তিনি তাদের কুমারীতে রুপান্তরিত করে দিবেন’।[ত্বাবারাণী, আল-মু‘জামুল আওসাত্ব হা/৫৫৪৫।]


➤এ সম্পর্কে অপর এক হাদীছে বর্ণিত হয়েছে,

‎أَتَتْ عَجُوزٌ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يُدْخِلَنِي الْجَنَّةَ فَقَالَ يَا أُمَّ فُلَانٍ إِنَّ الْجَنَّةَ لَا تَدْخُلُهَا عَجُوزٌ قَالَ فَوَلَّتْ تَبْكِي فَقَالَ أَخْبِرُوهَا أَنَّهَا لَا تَدْخُلُهَا وَهِيَ عَجُوزٌ إِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ إِنَّا أَنْشَأْنَاهُنَّ إِنْشَاءً فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًا-

‘➤এক বৃদ্ধা নারী নবী করীম (‎ﷺ)-এর নিকট এসে বলল, আমার জন্য দো‘আ করুন যেন আল্লাহ আমাকে জান্নাত দান করেন।’ রাসূলুল্লাহ (ছাঃ) (রসিকতা করে) বললেন, ‘হে অমুকের মা তুমি কি জানো না জান্নাতে কোন বৃদ্ধা মানুষ প্রবেশ করবে না’। বৃদ্ধা কাঁদতে কাঁদতে চলে যেতে উদ্যত হ’ল। রাসূলুল্লাহ (‎ﷺ) উপস্থিত লোকদের বললেন, ‘তাঁর নিকট যাও এবং বল যে, আল্লাহ তাঁকে বৃদ্ধা অবস্থায় নয় বরং যুবতী বানিয়ে জান্নাতে নিবেন। আল্লাহ বলেছেন, إِنَّا أَنْشَأْنَاهُنَّ إِنْشَاءً فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًا ‘আমি জান্নাতের নারীদেরকে নতুন করে সৃষ্টি করবো, তাদেরকে কুমারী সমবয়সী যুবতী বানাবো (ওয়াক্বিয়াহ ৫৬/৩৫-৩৬)’।[সিলসিলা ছহীহাহ হা/২৯৮৭।]


➤নারীদের জন্য জান্নাতকে সুশোভিত করা হয়েছে যেমন পুরুষদের জন্য একে সুসজ্জিত করা হয়েছে। আল্লাহ তা‘আলা বলেন, فِي مَقْعَدِ صِدْقٍ عِنْدَ مَلِيكٍ مُقْتَدِرٍ ‘যথাযোগ্য আসনে, সর্বশক্তিমান মহা অধিপতির নিকটে’ (ক্বামার ৫৪/৫৪-৫৫)। আর রাসূলুল্লাহ (‎ﷺ) নারী জাতির জান্নাতে যাওয়া সহজ উপায় বলে দিয়েছেন, যা যে কোন নারী পক্ষে সম্ভব। যেমন নারীরা নিম্মোক্ত ৪টি বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে পারলে তারা জান্নাতের যে কোন দরজা দিয়ে প্রবেশ করা অধিকার অর্জন করতে পারবে। হাদীছটি হ’ল, রাসূল (‎ﷺ) বলেন,

‎إِذَا صَلَّتْ الْمَرْأَةُ خَمْسَهَا وَصَامَتْ شَهْرَهَا وَحَفِظَتْ فَرْجَهَا وَأَطَاعَتْ زَوْجَهَا قِيلَ لَهَا ادْخُلِي الْجَنَّةَ مِنْ أَيِّ أَبْوَابِ الْجَنَّةِ شِئْتِ

➤যে নারী পাঁচ ওয়াক্ত ছালাত আদায় করে, রামাযানের ছিয়াম পালন করে, আপন সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে, তাকে বলা হবে, যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ কর।

❑ আমাদের সাথেই থাকুন এবং ইসলামের সঠিক সহিহ বাণী গুলি অন্যদের মাঝে শেয়ার এর মাধ্যমে পৌঁছিয়ে দিন শুকরিয়া জাযাকুমুল্লাহু খাইরান বারাকাল্লাহু ফিক  

───────────────────────

হ্যালো SalafWeb সদস্য, আমি গোলাব হোসেন এই ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা। আমি ২০২৪ সাল থেকে SalafWeb'র সাথে যুক্ত আছি।

Post a Comment

আপনার কমেন্ট রিভিউ করে দেখা হবে! প্রয়োজনে Salafweb কর্তৃপক্ষ আপনার কমেন্ট রিমুভ করার অধিকার রাখে।
কুকি সম্মতি
আমরা ট্রাফিক বিশ্লেষণ করতে, আপনার পছন্দগুলি মনে রাখতে এবং আপনার অভিজ্ঞতাকে অপ্টিমাইজ করতে এই সাইটে কুকিজ পরিবেশন করি৷
Oops!
মনে হচ্ছে আপনার ইন্টারনেট সংযোগে কিছু সমস্যা আছে। অনুগ্রহ করে ইন্টারনেটের সাথে সংযোগ করুন এবং আবার ব্রাউজিং শুরু করুন৷
Site is Blocked
Sorry! This site is not available in your country.