Posts

দাম্পত্য জীবনের গোপনীয়তা প্রকাশ করা হারাম

দাম্পত্য জীবনের গোপনীয়তা প্রকাশ করা হারাম:


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
إنَّ من أشرِّ النَّاسِ عندَ اللَّهِ منزلةً يومَ القيامةِ الرَّجُلَ يفضي إلى امرأتِهِ وتُفضي إليْهِ ثمَّ ينشُرُ سرَّها
الراوي: أبو سعيد الخدري المحدث:مسلم - المصدر: صحيح مسلم - الصفحة أو الرقم: 1437
خلاصة حكم المحدث: صحيح
‘‘কিয়ামতের দিন আল্লাহর
নিকট সর্ব নিকৃষ্ট স্থানের
অধিকারীদের মধ্যে সে ব্যক্তি
অন্যতম, যে স্বামী-স্ত্রী পরস্পরে
একান্ত নিবিড় ভাবে মিলিত হয় তারপর
তাদের গোপনীয় বিষয়গুলো মানুষের
কাছে প্রকাশ করে দেয়।”
(সহীহ মুসলিম/১৪৩৭)

গ্রন্থনায়:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।

About the author

Salafweb
হ্যালো SalafWeb সদস্য, আমি গোলাব হোসেন এই ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা। আমি ২০২৪ সাল থেকে SalafWeb'র সাথে যুক্ত আছি।

Post a Comment

আপনার কমেন্ট রিভিউ করে দেখা হবে! প্রয়োজনে Salafweb কর্তৃপক্ষ আপনার কমেন্ট রিমুভ করার অধিকার রাখে।

Join the conversation

Disqus shortname is missing. Consider reporting about this message to the admin of this blog. It seems you are the admin of this blog, add disqus shortname through Theme HTML editor to enable Disqus comments.

Join the conversation