দাম্পত্য জীবনের গোপনীয়তা প্রকাশ করা হারাম:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
إنَّ من أشرِّ النَّاسِ عندَ اللَّهِ منزلةً يومَ القيامةِ الرَّجُلَ يفضي إلى امرأتِهِ وتُفضي إليْهِ ثمَّ ينشُرُ سرَّها
الراوي: أبو سعيد الخدري المحدث:مسلم - المصدر: صحيح مسلم - الصفحة أو الرقم: 1437
خلاصة حكم المحدث: صحيح
‘‘কিয়ামতের দিন আল্লাহর
নিকট সর্ব নিকৃষ্ট স্থানের
অধিকারীদের মধ্যে সে ব্যক্তি
অন্যতম, যে স্বামী-স্ত্রী পরস্পরে
একান্ত নিবিড় ভাবে মিলিত হয় তারপর
তাদের গোপনীয় বিষয়গুলো মানুষের
কাছে প্রকাশ করে দেয়।”
(সহীহ মুসলিম/১৪৩৭)
গ্রন্থনায়:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।