মুহাম্মাদ (ﷺ) সম্পর্কে ভ্রান্ত আক্বীদার নিরসন

 ▌মুহাম্মাদ (ﷺ) সম্পর্কে ভ্রান্ত আক্বীদার নিরসন

- আব্দুল বাসির বিন নওশাদ

মানবজাতির মধ্যে শ্রেষ্টত্বের দিক থেকে সবার ঊর্ধ্বে যার অবস্থান তিনিই আমাদের প্রিয় নবি মুহাম্মাদ ﷺ। তবে ভুলে গেলে চলবে না, তিনিও মানুষ এবং আদমের সন্তান৷ পূর্ববর্তী উম্মাহর ভ্রষ্টতার মুখ্য কারণ ছিলো তাদের পূর্বপুরুষদের সম্মান নিয়ে টানাটানি। তারা তাদের রাসূলকে সম্মান নিয়ে বাড়াবাড়ি করতে গিয়েই ধ্বংস হয়েছে৷ 

এ বিষয়ে সতর্ক করে রসূল ﷺ বলেছেন, ‘‘খৃস্টানগণ যেরূপ ঈসা ইবনু মারিয়ামকে বাড়িয়ে প্রশংসা করেছে তোমরা সেভাবে আমার বাড়িয়ে প্রশংসা করবে না। আমি তো তাঁর বান্দা মাত্র। অতএব তোমরা বলবে: আল্লাহর বান্দা ও তাঁর রাসূল।’’ [বুখারী : ৩/১২৭১, ৬/২৫০৫]

একবার সাহাবাগণ রসূলের প্রশংসা করার সময় তিনি বলেন, "তোমাদের একথা তোমরা বলতে পারো, অথবা তোমাদের এরূপ কিছু বলায় কোনো সমস্যা নেই। তবে শয়তান যেন তোমাদেরকে তার প্রতিনিধি না বানায় (অর্থাৎ শয়তান যেন সম্মান নিয়ে বাড়াবাড়িতে লিপ্ত না করে)।" [আবূ দাঊদ : ৪৮০৬]

আফসোস, আজ উম্মাহর বড় এক অংশ পথভ্রষ্ট হয়েছে এ কারণে যে, তারা রসূল ﷺ কে তাঁর হক্বের অধিক সম্মান প্রদর্শন করেছে। তাদের আকীদা নবীজি আল্লাহর নূর হতে সৃষ্ট, তিনি ছায়াহীন, তিনিই প্রথম সৃষ্টি, তিনি আদমের ২০০০ বছর পূর্বে সৃষ্ট, এবং তাঁর জন্যই নাকি জগৎসমূহ সৃষ্টি হয়েছে, ইত্যাদি ইত্যাদি৷ 

কলেবরে ক্ষুদ্র এ বইটিতে স্থান পেয়েছে রসূল ﷺ কেন্দ্রিক ভ্রান্ত আকীদাসমূহের মুখোশ উন্মোচন, সঠিক আকীদার দিশা। একই সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব আপনি বইটিতে পাবেন, যা না জানা থাকলে হয়তো ভ্রষ্টতাই হবে আপনার চূড়ান্ত পথ। যেমন -

▫️আল্লাহর প্রথম সৃষ্টি কী?

▫️নবীজি কি গায়েব জানতেন?

▫️নবীজির জানাযা কেন এককভাবে হয়েছিলো?

▫️নবীজিকে কি মসজিদে দাফন করা হয় না গৃহে?

▫️নবীগণ কি আসলেই কবরে জীবিত?

▫️নবীগণ কি আসলেই কবরে স্বালাত আদায় করেন?

▫️নবীজি কি আসলেই স্বপ্নে আল্লাহকে দেখেছেন?

▫️নবীজি কি কবরে বহিরাগতদের কথা শোনেন?

▫️নবীজি কবরে কীভাবে দরূদের জবাব দেন?

▫️নবীজিকে কবরে ডাকা যাবে কি?

▫️নবীজির নামে হজ্জ-উমরা, কুরবানী করা যাবে?

▫নবীজির কবর যিয়ারতের সঠিক নিয়ম কি?

▫️ইত্যাদি... 

About the author

Salafweb
হ্যালো SalafWeb সদস্য, আমি গোলাব হোসেন এই ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা। আমি ২০২৪ সাল থেকে SalafWeb'র সাথে যুক্ত আছি।

Post a Comment

আপনার কমেন্ট রিভিউ করে দেখা হবে! প্রয়োজনে Salafweb কর্তৃপক্ষ আপনার কমেন্ট রিমুভ করার অধিকার রাখে।

Join the conversation

Disqus shortname is missing. Consider reporting about this message to the admin of this blog. It seems you are the admin of this blog, add disqus shortname through Theme HTML editor to enable Disqus comments.

Join the conversation