ইহরাম বাঁধার পর হায়েযগ্রস্ত নারী কিভাবে কী করবেন

হজ্জ ও উমরার পদ্ধতি, নারী, নারীদের বিভিন্ন স্রাব, ইহরাম বাঁধার পর হায়েযগ্রস্ত নারী কিভাবে কী করবেন
Source: SalafiArchive.com

 উমরা আদায় করার মাঝে যদি কোন নারীর মাসিক শুরু হয়ে যায় তাহলে তিনি কি কি আদায় করবেন; আর কি কি আদায় করবেন না?


আলহামদুলিল্লাহ।


যদি কোন নারী মাসিক অবস্থায় ইহরাম বাঁধেন তাহলে একজন সাধারণ হাজী বা উমরাকারী যা যা করেন তিনিও তা তা করবেন। তবে, তিনি বায়তুল্লাহ্‌ তাওয়াফ করবেন না। পবিত্র হওয়ার পরে তাওয়াফ করবেন।


শাইখ আব্দুল কারীম আল-খুদাইর


তিনি আল্লাহ্‌র যিকির-আযকার, দোয়া, তালবিয়া ইত্যাদি যাবতীয় নেকীর কাজ করতে পারবেন।


আল্লাহ্‌ই সর্বজ্ঞ।


শাইখ মুহাম্মদ সালেহ আল-মুনাজ্জিদ।।

https://islamqa.info/bn/11574 

About the author

Salafweb
হ্যালো SalafWeb সদস্য, আমি গোলাব হোসেন এই ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা। আমি ২০২৪ সাল থেকে SalafWeb'র সাথে যুক্ত আছি।

Post a Comment

আপনার কমেন্ট রিভিউ করে দেখা হবে! প্রয়োজনে Salafweb কর্তৃপক্ষ আপনার কমেন্ট রিমুভ করার অধিকার রাখে।

Join the conversation

Disqus shortname is missing. Consider reporting about this message to the admin of this blog. It seems you are the admin of this blog, add disqus shortname through Theme HTML editor to enable Disqus comments.

Join the conversation