ওয়েবসাইট সম্পর্কে

ইসলামিক SalafWeb ওয়েবসাইট

ইসলাম SalafWeb ওয়েবসাইট একটি দাওয়াতি, গবেষণাধর্মী ও শিক্ষামূলক ওয়েবসাইট। এ ওয়েব সাইটের লক্ষ্য হচ্ছে– মুসলিম কিংবা অমুসলিম প্রশ্নকারীর পক্ষ থেকে ইসলাম সম্পর্কে প্রাপ্ত প্রশ্নাবলির গবেষণানির্ভর, দলিলভিত্তিক এবং যতদূর সম্ভব বিস্তারিত ও সহজভাষায় উত্তর প্রদান ও বিভিন্ন বিষয় পোস্ট করে যেন আপনাদেরকে সহযোগিতা করতে পারি ।

ভিশন: ইসলাম সম্পর্কে জ্ঞানকোষ তৈরী।

মিশন: ইসলাম SalafWeb ওয়েবসাইট একটি দাওয়াতি, গবেষণাধর্মী ও শিক্ষামূলক ওয়েবসাইট। এর লক্ষ্য হচ্ছে– ইসলাম সম্পর্কিত প্রশ্নাবলির গবেষণানির্ভর, দলিলভিত্তিক এবং যতদূর সম্ভব বিস্তারিত ও সহজভাষায় উত্তর প্রদান। প্রদত্ত উত্তরগুলোর তত্ত্বাবধান করেন বিভিন্ন শায়েখ যারা মদীনা বিশ্ববিদ্যালয় পড়া লেখা করেছেন যাদের আকিদা মানহাজ ঠিক আছে মানুষ কোন সন্দেহ নেই। এ ওয়েবসাইট মুসলিম-অমুসলিম সকল প্রশ্নকারীর ইসলামি শরিয়া সম্পর্কিত কিংবা মনস্তাত্বিক ও সামাজিক যে কোন প্রশ্নকে স্বাগত জানায়।

উদ্দেশ্য-লক্ষ্য:১. ইসলামের প্রচার ও দাওয়াত দান।২. ইসলামী জ্ঞানের প্রসার ও মুসলমানদের অজ্ঞতা দূরীকরণ।৩. কাউন্সেলিং ও দলিলভিত্তিক শরয়ি প্রশ্নোত্তর প্রদানের মাধ্যমে মানুষের চাহিদা পূরণ।৪. ইসলাম সম্পর্কে সন্দেহ সৃষ্টিকারী ব্যক্তিবর্গের সন্দেহ-সংশয়ের জবাব প্রদান।৫. জ্ঞানগত, শিক্ষাগত ও সামাজিক পরামর্শ দানের মাধ্যমে জীবনঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে মানুষকে দিক নির্দেশনা প্রদান।

ওয়েবসাইটের নীতি: এ ওয়েবসাইট আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকিদা ও সলফে সালেহীনের অনুসরণের প্রচার করে। এ ওয়েবসাইট সর্বোচ্চ চেষ্টা করে, যাতে করে উত্তরগুলো গ্রন্থিত হয় কুরআন-সুন্নাহর দলিলভিত্তিক এবং গৃহীত হয় ইমাম আবু হানিফা (রহঃ), ইমাম মালেক (রহঃ), ইমাম শাফেয়ি (রহঃ) ও আহমাদ বিন হাম্বল (রহঃ) এর মাযহাব চতুষ্টয়ের আলেমগণের বক্তব্য, পূর্বসুরি বা উত্তরসুরি অন্যান্য আলেমগণের বাণী, ফিকাহ কাউন্সিলগুলোর সিদ্ধান্তবলি ও ইসলামী জ্ঞানের বিভিন্ন শাখায় পারদর্শী তালিবুল ইলমগণের মতামত থেকে। এ ওয়েবসাইট কুটতর্ক, গালি-গালাজ, অশোভন কথা ও নিষ্ফল ঝগড়া ইত্যাদি এড়িয়ে চলে যেগুলোতে কোন কল্যাণ নেই।

এই ওয়েবসাইট থেকে যদি আপনি সামান্যতমও উপকৃত হউন তাহলে অনুরোধ রইলো অনুগ্রহ করে আল্লাহর কাছে আমাদের জন্য দুআ করবেন।। আল্লাহ যেন আমাদের এই কাজ চলমান রাখার তৌফিক দান করেন!! আমীন!!

আমরা আল্লাহ্‌র কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে এ পথে অবিচল রাখেন, হেদায়েতের উপর সুদৃঢ় করেন এবং তিনি যা পছন্দ করেন ও ভালবাসেন আমাদেরকে যেন তা করার তাওফিক দেন।

কুকি সম্মতি
আমরা ট্রাফিক বিশ্লেষণ করতে, আপনার পছন্দগুলি মনে রাখতে এবং আপনার অভিজ্ঞতাকে অপ্টিমাইজ করতে এই সাইটে কুকিজ পরিবেশন করি৷
Oops!
মনে হচ্ছে আপনার ইন্টারনেট সংযোগে কিছু সমস্যা আছে। অনুগ্রহ করে ইন্টারনেটের সাথে সংযোগ করুন এবং আবার ব্রাউজিং শুরু করুন৷
Site is Blocked
Sorry! This site is not available in your country.