নাইট শিল্ড সম্পূর্ণ স্ক্রিন

কাবা ঘরের চারপাশে তওয়াফ করা এবং সাঈ করার সময় বিশেষ কোন দুআ বর্ণিত হয়েছে কি?

অনুগ্রহ করে 0 সেকেন্ড অপেক্ষা করুন...
নিচে স্ক্রোল করুন এবং লিঙ্কে যান ক্লিক করুন
অভিনন্দন! লিঙ্ক তৈরি করা হয়েছে

 উত্তর:

কাবা ঘরের তওয়াফ করার সময়, কেবল রোকনে ইয়ামেনী এবং হাজরে আসওয়াদ এর মাঝামাঝি স্থানে এ দুআটি পড়া হাদিস সম্মত:

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

উচ্চারণ: রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাওঁ ওয়াফিল আখিরাতে হাসাতাওঁ ওয়া কিনা আযাবান্নার। 

“হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান কর এবং আখিরাতেও কল্যাণ দান কর এবং আমাদেরকে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে।” (সূরা বাকারা: ২০১)

এ ছাড়া অন্য চক্করে বিশেষ কোনো দুআ হাদিসে বর্ণিত হয় নি। সুতরাং এ অবস্থায় যে কোন দুআ পাঠ করা যায়। বাংলায়ও দুআ করা যায়। এছাড়াও বিভিন্ন তাসবীহ, যিকির, কুরআন তিলাওয়াত ইত্যাদিও শরীয়ত সম্মত। 

কিছু কিছু হজ্জ শিক্ষার বইয়ে প্রথম চক্করে এই দুআ, ২য় চক্করে এই দুআ….ইত্যাদি বিভিন্ন দুআ লেখা হয়েছে। কিন্তু সেগুলো নির্দিষ্ট করার কোন মানে হয় না। কারণ এগুলো হাদিসে বর্ণিত দুআ নয়। সুতরাং এগুলোকে নির্দিষ্ট করা বিদআতের অন্তর্ভুক্ত।


অনুরূপভাবে সাফা এবং মারওয়ার মাঝখানে বিশেষ কোন দুআ বর্ণিত হয় নি। সুতরাং এখানেও যে কোো দুআ, তাসবীহ, যিকির, তিলাওয়াত ইত্যাদি করা যায়।

আল্লাহু আলাম




Categories হজ্জ ও উমরার পদ্ধতি, দোয়া ও যিকির 

হ্যালো SalafWeb সদস্য, আমি গোলাব হোসেন এই ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা। আমি ২০২৪ সাল থেকে SalafWeb'র সাথে যুক্ত আছি।

إرسال تعليق

আপনার কমেন্ট রিভিউ করে দেখা হবে! প্রয়োজনে Salafweb কর্তৃপক্ষ আপনার কমেন্ট রিমুভ করার অধিকার রাখে।
কুকি সম্মতি
আমরা ট্রাফিক বিশ্লেষণ করতে, আপনার পছন্দগুলি মনে রাখতে এবং আপনার অভিজ্ঞতাকে অপ্টিমাইজ করতে এই সাইটে কুকিজ পরিবেশন করি৷
Oops!
মনে হচ্ছে আপনার ইন্টারনেট সংযোগে কিছু সমস্যা আছে। অনুগ্রহ করে ইন্টারনেটের সাথে সংযোগ করুন এবং আবার ব্রাউজিং শুরু করুন৷
Site is Blocked
Sorry! This site is not available in your country.